পূর্বকোণ/পিআর/এএইচ

চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে হুমায়রা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে হালিশহরের আনন্দপুর তাসফিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, নালায় তলিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, যে নালাটিতে শিশুটি পড়ে গেছে সেটিতে স্লেভ (উপরের পাটাতন) বসানো ছিল। একটি স্থানে সড়কের পানি নালায় প্রবেশের জন্য স্লেভ তোলা ছিল। ওই জায়গা দিয়ে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের আরও অন্তত ৩০ গজ দূর থেকে ৪৫ মিনিট পর শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, একটি শিশু নালায় পড়ে নিখোঁজের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের টিমও আসে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছেন, নালার পাড়ে বৃষ্টির মধ্যে শিশু-কিশোরদের একটি দল ফুটবল খেলছিল। খেলার মধ্যে বল ড্রেনে পড়ে যায়। বৃষ্টির কারণে ড্রেনে পানির স্রোত ছিল। সেই স্রোতে ভেসে মেয়েটি পাশের আরেকটি ড্রেনে গিয়ে আটকে যায়। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।’