
চট্টগ্রাম নগরীতে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় তিনটি হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুটি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ জুলাই) নগরীর নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির জন্য গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যদ্রব্যের মধ্যে হাজার হাজার তেলাপোকার বিচরণ থাকায় আজাদী হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য রান্না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় গণি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কাদের ফার্মেসিকে ২ হাজার টাকা, মূল্য কেটে অধিক মূল্যে ওষুধ বিক্রি করায় শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার ও পুলিশের সদস্যরা।
পূর্বকোণ/পিআর/এএইচ