
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ভেজাল উপকরণ ব্যবহার ও মেয়াদহীন পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার দুপুরে নগরীর ওয়ারলেস মোড় এলাকায় পরিচালিত অভিযানে রান্নাঘরে মিষ্টি জাতীয় খাবারে পোকামাকড় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন কাঁচামাল ব্যবহার ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অভিযোগে হোম মেইড ফুডস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে পাহাড়তলী বাজারে পরিচালিত পৃথক অভিযানে বনফুলের পরিবেশক বারক ওয়াটারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ