চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

অতিরিক্ত ভাড়া আদায়, চট্টগ্রামে তিন পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে ৩টি পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত আদায়কৃত ৭ হাজার ৭০০ টাকা ভাড়া যাত্রীদের কাছে ফেরত নেওয়া হয়।

একইসঙ্গে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত-১১ ও ১৩ চট্টগ্রাম নগরীর মইজ্জারটেক, নতুনব্রিজ, দামপাড়া, অলংকার, একে খান, সিটি গেইট ও ভাটিয়ারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩টি মামলাসহ মোট ১১টি মামলায় সর্বমোট ৪০ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত-১১ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এবং ভ্রাম্যমাণ আদালত-১৩ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা ।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ, চট্ট-মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিমুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা ।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট