চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী উজ্জ্বল গ্রেপ্তার
গ্রেপ্তার মেজবাহ উদ্দিন উজ্জ্বল

বায়েজিদে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী উজ্জ্বল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

২২ এপ্রিল, ২০২৫ | ২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের অন্যতম সহযোগী মেজবাহ উদ্দিন উজ্জ্বলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, মেজবাহ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধমকি ও সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিল। বার্মা সাইফুলের নাম ব্যবহার করে সে একপ্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

 

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেজবাহ উদ্দিন উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। সে একাধিক মামলার পলাতক আসামি এবং বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট