বাংলা নববর্ষের পান্তা ইলিশের পরিবর্তে ভিন্নধর্মী এক বাংলা নববর্ষ পালন করল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। নতুন বছরের প্রথম দিনের আনন্দকে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের মাঝে ভাগাভাগি করে নিয়েছে সেবা সংগঠনটি।
সোমবার (১৪ এপ্রিল) ফাউন্ডেশন পরিচালিত মেহমানখানায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত আয়োজনের পাশপাশি রাখা হয় মাছ ও গরুর মাংস। এতে খুশি খেতে আসা মানুষেরা।
এ বিষয়ে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, নববর্ষ এলে আমরা মজার মজার খাবার খাই। নতুন নতুন জামা কাপড় পরে বেড়াতে যাই। অথচ দেশের সুবিধাবঞ্চিত মানুষের কপালে এই খাবার বা কাপড় জুটে না। তাই আমরা ভিন্নধর্মী নববর্ষ উৎযাপনের উদ্যোগ নিলাম। আমাদের মেহমানখানায় ছোট ছোট শিশু ও বয়স্ক মানুষদের সাথে নিয়ে আমরা মাছ-মাংস খেয়েছি।
নববর্ষ উপলক্ষে মেহমানখানাকে সাজানো হয় নববর্ষের সাজে। যেখানে এসে সুবিধাবঞ্চিত মানুষজন উপভোগ করেন শুভ নববর্ষ। এক মহিলা বলেন, আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে। আমাদের খুব কষ্টে দিন যায়। কতোদিন হয় ভালো মাছ মাংস খেতে পারি না। আজকে নববর্ষ উপলক্ষে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনে মাছ-মাংস খেতে পেরে ভালো লাগছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আরেক বৃদ্ধ বাবা মুখে হাসি দিয়ে বলেন, খুব ভালো খাবার খাচ্ছি। অনেক ভালো লাগছে। এক শিশু বলেন, নববর্ষের দিনে এতো ভালো খাবার খেতে পারব আশা করিনি। মাংস-মাছ খেতে পেরে ভালো লাগছে।
নববর্ষ উপলক্ষে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের খাবারের আয়োজনে মাছ-মাংসের সাথে ছিল আরও অনেক ধরনের খাবার। ছিল কোল্ডড্রিংসও। এছাড়াও পথচারীদের মাঝে বিনামেূল্যে হাতপাখা বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ