চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার
১১ আসামিকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৫ | ৪:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১১ আসামিকে বিস্ফোরক আইনের আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ।

আসামিরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬) ও ওম দাশ (২৬)।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় গত ২৬ জানুয়ারি তাদের কোতোয়ালী থানার বাণ্ডেল রোডের সেবক কলোনি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার ওই ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় আইনজীবী আলিফের ভাইয়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট