চট্টগ্রাম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন
পুড়ে যাওয়া চট্টগ্রামের মালিপাড়া বস্তি

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৫ | ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সিআরবি মালিপাড়া এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট