বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ২০ থেকে ২২ জন ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসররা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। এরপর তারা ডেকোরেশনের কাপড় এবং মঞ্চের পেছনের কাপড় ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সেখানে উপস্থিত হন।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম গণমাধ্যমকে বলেন, আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলে আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ মঞ্চ ভাঙচুর করার পর অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন বন্ধ শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হচ্ছে মর্মে জানা গেছে যা সত্য নয়।
প্রকৃতপক্ষে আগামীকাল জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পূর্ব নির্ধারিত সকল সরকারি কর্মসূচি (শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ইত্যাদি) যথাসময়ে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ