চট্টগ্রাম নগরীর চকবাজার থানার বাকলিয়া এক্সরোড চন্দনপুরা অংশে প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।
এছাড়াও নগরীর বায়েজিদ বোস্তামী, চান্দঁগাও, হাটহাজারী থানার আটটি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বাকলিয়া এক্সরোড চন্দনপুরা অংশে প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় আসামি সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, নগরের চান্দগাঁও থানার পাঁচটি, বায়েজীদ বোস্তামী থানার একটি এবং হাটহাজারী থানার হত্যা, চাঁদাবাজির দুইসহ মোট আটটি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পূর্বকোণ/পিআর