চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সরাসরি ১৭ ফ্লাইটে সৌদি যাবেন চট্টগ্রামের হাজিরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু ৩ মে

সরাসরি ১৭ ফ্লাইটে সৌদি যাবেন চট্টগ্রামের হাজিরা

ইমাম হোসাইন রাজু

১৩ এপ্রিল, ২০২৫ | ৯:৪০ পূর্বাহ্ণ

আগামী ৩ মে (শনিবার) চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এদিন বিকেলে সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হবে। বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ যোগে প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী মদিনার উদ্দেশে যাবেন।

জানা গেছে, এ বছর হজ যাত্রীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদিআরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এরমধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সবগুলো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও আগের বছর চট্টগ্রাম থেকে ২২টি ডেডিকেটেট ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। এরমধ্যে দুইটি ফ্লাইট সরাসরি চট্টগ্রাম-মদিনায় এবং ২০টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যায়।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানান, ‘৩ মে বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে হজ যাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী সৌদিআরব গমন করবেন। ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বছর ১৭টি ফ্লাইটে সরাসরি চট্টগ্রাম থেকে সৌদিআরব যাবেন হাজিরা।’

এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে ৭ হাজার ১০০ জন হজযাত্রী পরিবহনের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করা হবে। যদিও গত বছর এ সংখ্যা প্রায় ৮ হাজার ছিল। তবে এ বছর ৭ হাজার হজ যাত্রী পরিবহন নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৩শ হজযাত্রী চট্টগ্রাম থেকে সৌদি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম দিয়ে ফ্লাইটের সংখ্যা কিছুটা কমেছে। হজযাত্রীর সংখ্যাও কম। কোটা পূরণ হবে কিনা এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে কাছাকাছি হবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর হজ পালনে সৌদি উদ্দেশে প্রথম ফ্লাইট আগামী ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ঢাকা থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে সৌদিআরব যাবেন।

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রামের সভাপতি শরীয়ত উল্লাহ শহীদ বলেন, ‘এ বছর সরাসরি চট্টগ্রাম থেকে নিরবচ্ছিন্নভাবে হজযাত্রীরা সৌদিআরব যেতে পারবেন। চাহিদামতো ফ্লাইট থাকায় আশা করছি ভোগান্তিও থাকবে না।’

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট