চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আরএকে সিরামিকের ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন

বিজ্ঞপ্তি

১১ এপ্রিল, ২০২৫ | ৫:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কাজির দেউরিতে আরএকে সিরামিকসের ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন করা হয়েছে। নতুন এই ফ্ল্যাগশিপ শো-রুম বৃহস্পতিবার (১০ এপ্রিল) উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামে নতুনভাবে যাত্রা শুরু করল দেশের একমাত্র মাল্টিন্যাশনাল ব্র্যান্ড RAK Ceramics I।

বিশ্বমানের প্রিমিয়াম ৬০x১২০ সে. মি. স্ল্যাব কালেকশন, ৮০x৮০ সে. মি. ডাবল চার্জ, ৩০x৯০ সে. মি. প্রেমিজা টাইলস এবং আরএকে সেনসেশন টাচলেস, আরএকে ক্লাউড ব্যাক টু ওয়াল এবং আরএকে হারমনি ওয়াল হাং স্যানিটারি ওয়্যারের সমাহার নিয়ে ও পরিবর্তনশীল গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে প্রস্তুত করা হয়েছে কাজির দেউড়ির এই ফ্ল্যাগশিপ শো-রুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সাধন কুমার দে, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মোহাম্মদ শফিউল আযম, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুল আরেফিন, জেনারেল ম্যানেজার মো. মাহবুবুল হক, ডিজিএম (মার্কেটিং এন্ড কমিউনিকেশন) এসএম আরাফাতুর রহমান, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) হাসান তারেক প্রমুখ।

টেকসই গুণগত মান, বিলাসিতার ছোঁয়া ও অত্যাধুনিক ডিজাইনের অভিজ্ঞতায় RAK Ceramics অনন্য। এই অভিজ্ঞতা নিতে চট্টগ্রামের অনেক গ্রাহক, ডিলার ও শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট