চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

গ্যাস সংকটে সিইউএফএলে সার উৎপাদন বন্ধ

অনলাইন ডেস্ক

১১ এপ্রিল, ২০২৫ | ৪:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টায় কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।

সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট