ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’।
আজ মঙ্গলবার জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমার গমনকারী নৌসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জাহাজ আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে দুই ধাপে ৩১.৫ টন ত্রাণ সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করেছে।
বিশ্বমানবতার ডাকে সাড়া দিয়ে মায়ানমারে সহায়তা প্রেরণ বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ নৌবাহিনী সরকারি নীতি ও নির্দেশনার প্রতি অবিচল থেকে ভবিষ্যতেও যে-কোনো জাতীয় ও বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ