চট্টগ্রাম সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

পাহাড়তলীতে যুবককে অপহরণ করে টাকা আদায়, পাহাড়তলীতে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২৫ | ৩:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মো. বেলাল মিয়া নামে (৩৫) এক যুবককে অপহরণ করে নগদ টাকা ও চেক আদায়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) ও নুর মোহাম্মদ প্রকাশ রাসেল (৩৩)।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় অলংকার মোড় ও সরাইপাড়ার পদ্মপুকুর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

তিনি জানান, গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় বেলাল মিয়া নামে একব্যক্তিকে সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলায় অপহরণ করে নিয়ে যায়। সেখানে মুক্তিপণ আদায়ের জন্য রাতভর তাকে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে নগদ টাকা ও চেক আদায় করে অপহরণকারীরা। পরে এ ঘটনার অভিযোগ পেয়ে গতকাল বিকাল ৩টায় অলংকার মোড় থেকে ও সরাইপাড়া পদ্মপুকুর পাড় এলাকার সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার একটি বাসায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড এবং অপহৃত ব্যক্তির কাছ থেকে ৪টি চেক উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট