চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

গাজাবাসীর সমর্থনে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

বিজ্ঞপ্তি

৭ এপ্রিল, ২০২৫ | ৭:৪৯ অপরাহ্ণ

বিশ্বব্যাপী ইসরাইলি বর্বরতায় নির্যাতিত মজলুম গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

 

এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে গাজার পক্ষে জোরালো আওয়াজ তোলেন এবং ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, গাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ।

 

সমাবেশে গাজার নির্যাতিতদের পক্ষে প্রতীকী ‘জিহাদ’-এর অঙ্গীকার হিসেবে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। শত শত মানুষ স্বাক্ষরের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন।

 

প্রতিবাদের অংশ হিসেবে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা তৈরি করে সেটিতে জুতা মেরে চরম ঘৃণা প্রকাশ করা হয়। পরে কুশপুত্তলিকাটি আগুন দিয়ে দাহ করা হয়- যা প্রতীকী প্রতিবাদের এক দৃশ্যমান রূপ হিসেবে উপস্থিত সকলকে উদ্দীপ্ত করে।

 

উল্লেখ্য, গাজায় চলমান মানবিক কর্মসূচিতে ক্ষুধার্ত ভাই-বোনদের জন্য দেশবাসীর সহযোগিতায় বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সেই শুরু থেকেই গাজায় জরুরি মানবিক কর্মসূচি সম্পন্ন করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানেও চলেছে বিবিধ জরুরি মানবিক কর্মসূচি। বাংলাদেশের মানুষের ভালোবাসায় সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়ে গাজায় মানবিক কর্মসূচি পরিচালনা করে আসা ফাউন্ডেশন সেই শুরু থেকে অদ্যাবধি গাজায় নিয়মিত জরুরি পানি সরবরাহ, খাবার বিতরণ, তাঁবু নির্মাণ, টয়লেট স্থাপন, মসজিদ নির্মাণ, সোলার বিদ্যুৎ প্রকল্পসহ বিবিধ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট