চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেটকারে ব্রাশফায়ার করে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সজিব (২৯) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউপির মধ্য কাঞ্চননগর এলাকার মো. সেলিম উদ্দীনের ছেলে।
রবিবার (৬ এপ্রিল) নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দীন বলেন, প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে তাকে সদরঘাট থানা এলাকা থেকে শনাক্ত করা হয়েছে। পরে তার দেয়া তথ্যমতে ফটিকছড়ি থানার কাঞ্চন নগরস্থ রাজা রাস্তার মাথা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামি এর মেধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে ।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট ও ফটিকছড়ি উপজেলা থেকে মো. বেলাল ও মানিক নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, রবিবার (৩০ মার্চ) গভীর রাতে বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। প্রাইভেটকারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে চকবাজারের চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। আহতরা হলেন- রবিন ও হৃদয়।
পূর্বকোণ/পিআর