চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

৭ এপ্রিল, ২০২৫ | ৩:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরও ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল-মো.সবুজ (২৯), মো. জাকির হোসেন প্রকাশ জাকারিয়া (২৭), মো. জাকারিয়া (২২), মো. আলমগীর (২৬), মো. আলাউদ্দিন (৩২), জালাল (২০), আজিজুল হাকিম প্রকাশ আজিজ মিয়া প্রকাশ রায়হান (১৯), মো. রিদোয়ান হোসন রাজু (২১), মো. রাশেদ (২৮), মো. খোকন (৪৮), মো. মহিউদ্দিন (৪২), মো. মহিন (১৯), মো. ইসমাইল (৩৯), মো. সাইফুল ইসলাম (৩২), মো. জুয়েল (২০), মো. ইয়াছিন আরাফাত (৩২), মো. হৃদয় (১৯), আশীষ দাশ (৩৪), মো. রাকিব (২৬), ওবাইদুল গোফরান চৌধুরী (৫০), মো. পারভেজ হোসেন (২৬), মো. রায়হান (১৯), ইব্রাহিম খলিল ওরফে জয় (২০), আবু তালহা সিফাত (২৫), মো. রবিউল ইসলাম (২০), মো. সিয়াম (২০), মো.ওমর ফারুক রুবেল প্রকাশ মো. রুবেল (৩৫), ফেনী সদর লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক (৩০), আজিজুর রহমান (৩০), মো. ইমন (১৯), মো. জামিল (৩২), মো. নবী হোসেন (২২), মো. রাশেদ(২১), মো. জিহাদুল ইসলাম (২০), মো. আলী (২০), মো. সাগর (২০), মো. সাকিব (২৩), মো. ওয়াজিদ (১৯), মোহাম্মদ হোসেন (৩৬), গোবিন্দ দাশ (২৫), আব্দুল মন্নান (৪২), মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক (সাবেক ভিপি ব্যারিস্টার কলেজ) জাহিদ হোসেন খোকন প্রকাশ ভিপি খোকন (৪০), জয় দে (২০), মো. জাহেদ প্রকাশ মাহাদি (২২)।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪৪ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট