চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে চোরাই প্রাইভেটকারসহ মো. রাসেল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান। তিনি জানান, ঈদের আগের দিন প্রবর্তক মোড়ের আফমি প্লাজা মার্কেটের পার্কিংয়ের বেজমেন্ট থেকে সোহেল চৌধুরীর একটি প্রাইভেটকার চুরি হয়। বিষয়টি তিনি থানায় এসে জানালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া ওই প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর