চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। মিল্টন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রবিবার (৬ এপ্রিল) নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকা থেকে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ২ নম্বর গেট এলাকার ইয়াকুব সেন্টারের সামনে থেকে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। মিল্টনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/পিআর