চট্টগ্রাম শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ছুটি শেষে অফিস খুলছে আজ

কর্মস্থলে ফিরতে পথে ভিড়

নিজস্ব প্রতিবেদক

৬ এপ্রিল, ২০২৫ | ১০:৪৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ (রবিবার) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক-বিমা ও আদালতও। ইতোমধ্যেই ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রামে ফিরেছেন বেশিরভাগ মানুষ। এ উপলক্ষে গতকালও সড়ক-রেলপথে মানুষের ভিড় ছিল। তবে প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন।

 

গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ওই দিন ছিল সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ এবং পরের দুই দিন ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। এছাড়া ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি, ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি এবং পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক বন্ধ থাকায় টানা ৯ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ছুটিতে নাড়ির টানে বাড়ি গেলেও কর্মস্থলে যোগ দিতে ফের নগরে ফিরেছেন তারা। ফলে অনেকটাই চেনা রূপে ফিরেছে চট্টগ্রাম।

 

গতকাল সকাল থেকে নগরের নতুন ব্রিজ, একে খান গেট ও অক্সিজেন ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে পৌঁছাচ্ছে একের পর এক। প্রতিটি বাসেই ছিল যাত্রীদের ভিড়, সবার চোখেমুখে ঈদের আনন্দের রেশ। যাত্রীরা বাস থেকে নেমে ব্যাগ-লাগেজ হাতে নিয়ে ছুটছেন সিএনজিচালিত অটোরিকশার খোঁজে। বেসরকারি চাকরিজীবীদের কেউ সরাসরি অফিসের উদ্দেশে, কেউবা বাসায় ফিরছেন আগেভাগে প্রস্তুতি নিতে।

 

ফেরত আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও। সকাল থেকেই ট্রেনে চেপে যাত্রীরা চট্টগ্রামে ফিরেছেন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন-গত দুদিন ধরেই যাত্রীরা ফিরতে শুরু করলেও শনিবার ছিল যাত্রার মূলচাপ। সকাল থেকে আসা প্রতিটি ট্রেনেই যাত্রী ছিল পরিপূর্ণ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট