চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তির ছুরিকাঘাতে চাঁদনী আক্তার (২৩) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে মধ্য হালিশহরের বাকের আলি ফকিরের টেক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত চাঁদনী একটি পোশাক কারাখানায় কাজ করতেন। তিনি খুলনা জেলার দাকোপ থানাধীন খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। স্বামীর নাম সবুজ খন্দকার বলে জানা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ওই নারী রাস্তা দিয়ে যাবার সময় তাকে এক লোক শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত ওই নারীকে স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছেন? এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারছি না। এক ঘণ্টা আগে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ঘাতক ব্যক্তি ওই নারীর স্বামী কিনা নিশ্চিত নই।
পূর্বকোণ/জেইউ/পারভেজ