যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক ও সমাজসংগঠক ড. কাজী নাসির উদ্দিন আর নেই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ড. কাজী নাসির উদ্দিনের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সীতাকুণ্ড কলেজ, হাটহাজারী কলেজ ও ইসলামিয়া নাইট কলেজ প্রতিষ্ঠা করেন।
১৯৭৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রিভারসাইড ও নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটি অব বিনগহ্যামটনে (বর্তমান নাম বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়) থেকে তুলনামূলক সাহিত্যে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী তাহমিনা এবং দুই কন্যা লুসিনা ও পলিনাকে রেখে গেছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ