চট্টগ্রামের ইপিজেড থানাধীন কলসী দিঘীরপাড় এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মো. রবিউল (৩৫)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বসতঘরে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় তাকে আটক করা হয়।
আটক রবিউল ভোলা জেলার বাসিন্দা। তিনি ইপিজেডের আলাউদ্দিন কলোনিতে বসবাস করছিল।
জানা গেছে, সন্ধ্যায় ওই শিশুসহ ১০ বছরের আরেক শিশুকে বাসায় ডেকে নেয় রবিউল। একজনকে টাকা দিয়ে সিগারেট কিনতে পাঠায়। এরপর ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা সেখানে গেলে রবিউল তাকে ছেড়ে দেয়। পরে রবিউলকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, অভিযুক্ত রবিউলকে আটক করা হয়েছে। আলামত সংগ্রহ ও মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই শিশুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/ইব/এএইচ