চট্টগ্রামে ৩৪ যানবাহনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ এপিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া বিভিন্ন যানবাহনকে ১৯টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা এবং ১টি অ্যাম্বুলেন্সকে দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় ডাম্পিং এ পাঠান ।
অন্যদিকে,বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মইজ্জারটেক এলাকায় বিভিন্ন যানবাহনকে ১৫টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ