চট্টগ্রামের খুলশী থানার কুসুমবাগ এলাকায় ইফতার বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা জিহাদ মারা গেছেন।
১২ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২১ মার্চ রাত সোয়া আটটার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপি নেতা আব্দুল হালিম শাহ আলম গ্রুপ ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন গ্রুপের মধ্যে ইফতার বিতরণ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এঘটনায় ওইদিন জিহাদসহ আহত হয় ৪ জন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবর রহমান জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায় এবং গুলি বিনিময় হয়। এ সময় ছাত্রদল নেতা জিহাদুর রহমান গুলিবিদ্ধ হন। এ বিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/পিআর