চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় শ্যামল চৌধুরী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। পরিবার বলছে, সীমানা বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার সময় মারধরের পর তিনি মারা গেছেন। অপর পক্ষের বক্তব্য, শ্যামল চৌধুরীর পরিবারের সাথে ঝগড়ার সময় তিনি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উত্তর কাট্টলী এলাকার ইশান মহাজন রোডে এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শ্যামল চৌধুরীর মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কীভাবে শ্যামল চৌধুরীর মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। প্রতিবেদন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
পূর্বকোণ/আরআর/পারভেজ