যাদের ঘরে কখনও ঈদ আনন্দ পৌছেনা সেসব ছিন্নমূল মানুষকে ঈদের আনন্দে শামিল করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে দুইদিনব্যাপী ঈদ আনন্দ উৎসব। ছিন্নমূল মানুষের পাশাপাশি সর্বসাধারণের জন্যও উন্মুক্ত থাকবে এই আয়োজন।
সোমবার (৩১ মার্চ) নগরীর বিপ্লব উদ্যানে সকাল ১০ টায় এই উৎসবের উদবোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরীর পথশিশু, ভাসমান মানুষ, বস্তিবাসী থেকে শুরু করে সর্বসাধারণের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকছে দুই দিন। সবার জন্য রয়েছে আনলিমিটেড খাবার যার মধ্যে বিরিয়ানি, সেমাই, পায়েস, শরবত, ফুসকা, আইসক্রিম ইত্যাদি।
নাগরদোলা, সুইমিংপুল, জাম্পিংসহ বিভিন্ন ঐতিহ্যেবাহী খেলনায় সবাই চড়তে পারছেন একদম বিনামুল্যে!
চসিক মেয়র তার বক্তব্যে বলেন, এটি একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী আয়োজন। রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধনী-গরিব সবাইকে নিয়ে মিলেমিশে থাকার। ধনীরা গরীবের পাশে থাকবে। আজকের এই আয়োজন ধনী গরীব সবার জন্য উন্মুক্ত। এখানে ঢুকতে কাউকে বাধা দেয়া হবে না। ছিন্নমূল মানুষ ও পথশিশুরা আনন্দে কাটাবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, এই নগরীতে এমন হাজারো ছিন্নমূল মানুষ আছেন যাদের ঝুপড়ি ঘরে কখনও ঈদের আনন্দ পৌঁছেনা। তারা না পারেন গ্রামে যেতে,আবার না পারেন শহরের উৎসবের অংশ নিতে! সেসব পথশিশু,ভাসমান মানুষদের ঈদকে আনন্দে রাঙানোর জন্য ২ দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ৫ হাজার মানুষ অংশ নিতে পারবেন। বিপ্লব উদ্যানকে একটি শিশুপার্ক এ রুপান্তর করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর দায়িত্ব পালন করি।
অনুষ্ঠান শেষে মেয়র ছিন্নমূল শিশুদের সালামি প্রদান করেন। অনুষ্ঠানে মেয়রের একান্ত সচিব জিয়া উদ্দিন,বিদ্যানন্দের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর