চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

বিজ্ঞপ্তি

৩০ মার্চ, ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের জনগণ, চট্টগ্রামবাসী, সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির নেতা-কর্মীরা ও দেশের জনগণ মুক্ত এক পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছে, এটা সকলের জন্য আনন্দের। দেশকে একদলীয় শাসন ও স্বৈরাচার থেকে মুক্ত করতে আন্দোলনে যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের ত্যাগের মূল্য দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং দেশে গণতন্ত্রকে সুসংহত করবে। ঈদ যেন সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে সেই কামনা করেন আমির খসরু।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট