সিএনজি ও রিকশা চালকদের মাঝে ঈদের উপহার হিসেবে চাউল বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। শনিবার (২৯ মার্চ) ২৩ নম্বর ওয়ার্ডের এসব চাল বিতরণ করা হয়।
এতে নিয়াজ মোহাম্মদ খান বলেন, আপনারা পরিশ্রম করে দিনাতিবাহিত করেন। গত ১৫ বছর আপনাদের উপর নির্যাতনের জুলুমের কোনো প্রতিকার পান নি। এবার সুযোগ এসেছে সঠিক প্রতিনিধি নির্বাচন করার। সকল আন্দোলনকারী দল ও অন্তর্বর্তী সরকারের সহযোগিতা এবারে রমজান মাসে খাদ্যসামগ্রী সহনীয় পর্যায়ে এসেছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার মাধ্যমে আগামী বাংলাদেশ সুষ্ঠুভাবে ও আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, আমির উদ্দিন বাবুল, মো. ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, মো. ইসমাইল, হাসমত, আলমগীর, আজিজ প্রমুখ।
পূর্বকোণ/এএইচ