চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ঈদে নগরীতে সতর্ক পাহারায় থাকবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৫ | ৭:৪৫ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭), চট্টগ্রাম, সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। নগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

বিশেষ করে অলংকার, একে খাঁন বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

এছাড়া, বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

 

ঈদের ছুটিতে বাসা-বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে কেউ যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য বিশেষ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ পরবর্তী সময়েও সড়ক ও মহল্লাগুলোতে ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‌্যাবের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

 

ঈদ জামাতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, হামলা কিংবা গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে র‌্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানাসহ জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এবং যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে র‌্যাব-৭ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট