চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দকে রঙিন করে তুলতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা আয়োজন করেছে বিশেষ কর্মসূচি ‘মেহেদীতে রাঙা হাত’।
শনিবার (২৯ মার্চ) হালিশহর, ষোলশহর ও মতিঝর্ণা—এই তিনটি স্থানে ২শ’ জনের বেশি শিশুর হাতে মেহেদীর নকশা এঁকে ও ঈদ কার্ড বিতরণের মধ্যে ঈদের উৎসবে সামিল করেছেন স্বেচ্ছাসেবকরা।
উদ্যোগে ভিবিডি চট্টগ্রামের ৭০ জনের বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। শিশুদের শুধু মেহেদী পরানোই নয়, তাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। আয়োজকদের মতে, ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছায়, সে লক্ষ্যেই এ কার্যক্রম। স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও উৎসর্গের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হওয়া এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/জেইউ