চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বাড়তি ভাড়া আদায় : চট্টগ্রামে চার বাস কাউন্টারকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৮ মার্চ, ২০২৫ | ১১:৩৬ অপরাহ্ণ

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে চার বাস কাউন্টারকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ মার্চ) নগরীর বড়পোল ও কদমতলী এলাকায় এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া ও আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।

 

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বড়পোল এলাকার জোনাকি পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা এবং বসুরহাট এক্সপ্রেস কাউন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কদমতলীতে ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাঁধন পরিবহনের কাউন্টারকে ১ হাজার টাকা এবং একই পরিবহনের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অতিরিক্ত ১ হাজার টাকা জরিমানা করা হয় ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট