চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

‘দাফনের’ আড়াই বছর পর মায়ের কাছে ফিরলো ফারজানা

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৫ | ১০:২৩ অপরাহ্ণ

আজ থেকে আড়াই বছর আগে ঢাকার কেরানীগঞ্জে হারিয়ে যায় ফারজানা। হারানোর এক সপ্তাহ পর ড্রেন থেকে একটি বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। তখন এলাকাবাসীর সহযোগিতায় ফারজানার মা তাসলিম মেয়ের লাশ দাফন করেন। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন দাফনের আড়াই বছর পর এই ঈদে ফারজানা ফিরলো মায়ের কাছে। এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে নগর ডিবি পুলিশের বন্দর -পশ্চিম জোনের উপ-পরিদর্শক মো. রবিউল ইসলামের ফেসবুকে শেয়ার করা ভিডিওর সূত্র ধরে।

 

মো. রবিউল ইসলাম পূর্বকোণ অনলাইনকে বলেন, কয়েকদিন আগে মানবিক শওকতের বেওয়ারিশ ফাউন্ডেশনে গেলে সেখানে ফারজানাকে দেখি। সে তখন তার মা ও ভাইয়ের নামগুলো বলতে পারছিলো। মূলত সে মানসিকভাবে অসুস্থ ছিল। গত ১৬ মাস আগে তাকে সাতকানিয়া বাজার এলাকা থেকে উদ্ধার করে বেওয়ারিশ ফাউন্ডেশনে রেখে চিকিৎসা ও সেবা করছিল শওকত ভাই। পরে সেখানে তার একটা ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করি । ভিডিওতে ফারজানা এবার মায়ের সাথে ঈদ করতে চায় জানালে। আমি আমার ফেসবুক বন্ধুদের শেয়ার করে সহযোগিতা করার জন্য অনুরোধ করি। ফারজানা জানায়, তাকে এক ছেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে চট্টগ্রামেরে সাতকানিয়া নিয়ে আসে। সেখানে তার একটা বাচ্চাও হয়। বাচ্চাটা তারা রেখে দিয়ে তাকে তাড়িয়ে দে।

 

পুলিশ কর্মকর্তা মো. রবিউল ইসলাম আরও জানান, ভিডিও শেয়ার করার ঘন্টা খানেকের মধ্যে সেটি ভাইরাল হয় ৬১ হাজার মানুষ সেটি শেয়ার করে। যার কারণে চার ঘণ্টার মধ্যে ভিডিওটি চোখে পড়ে ফারজানার মা যেই বাসায় ভাড়া থাকতো সেই ভবন মালিকের স্ত্রীর। তার সেই সূত্রে ফারজানার মা আমার সাথে যোগাযোগ করলে আমি বেওয়ারিশ ফাউন্ডেশনের অফিসে নিয়ে গিয়ে মা মেয়ের মুখোমুখি করে দিই। যারা  ভিডিওটি শেয়ার করেছেন তাদের ধন্যবাদ।

 

তবে ফারজানার লাশ হিসেবে দাফন করা লাশটা কার এখন পর্যন্ত এই প্রশ্নের কোন উত্তর মিলেনি। হয়তো আরও এক হতভাগ্য মা তার নিখোঁজ মেয়ের ফেরার আশায় পথ চেয়ে বসে আছে। তার পর আরও কত ঈদ যাবে কিন্তু সেই মায়ের পথ চেয়ে বসে থাকার অপেক্ষা ফুরাবে না। 

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট