চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চট্টগ্রামের সাবেক এমপিপুত্র ইরফান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৫ | ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে ইরফান হাসান মান্নান তানিম নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার এই সাবেক নেতার বাবা-মা দু’জনই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) নগরীর ফিরিঙ্গিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইরফান হাসান মান্নান তানিম (৪০) বোয়ালখালীর সাবেক সংসদ সদস্য মৃত ডা. এম এ মান্নান ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাসিনা মান্নানের ছেলে।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেপ্তার তানিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তবে সাতবছর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে তানিম ওই পদে ছিলেন বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট