চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ঈদ ঘিরে উত্তাপ বাজারে, দাম বেড়েছে সবজি-মাংসের

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৫ | ২:১৯ অপরাহ্ণ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে খুশির ঈদ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ঈদের ছুটি। সব মিলিয়ে সর্বত্রই খুশির আমেজ। তবে ঈদের এমন খুশি ম্লান হয়ে যাচ্ছে সবজি ও মাংসের বাজারে। নগরে ঈদ ঘিরে ‘অতি চড়া’ মূল্যে বিক্রি হচ্ছে সবজি ও মাংস।

 

গতকাল নগরীর অক্সিজেন, দুই নম্বর গেট, বহদ্দারহাট, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, আগ্রাবাদ চৌমুহনীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে শিমের দাম। ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটি। একই সময়ে কেজিতে বেগুনের দাম ২০-৩০ টাকা, লতির ১০ টাকা, শসার ২০ টাকা, বাঁধাকপির ১০ টাকা এবং ফুলকফির দাম ১৫ টাকা বেড়েছে। এসব সবজির মধ্যে বেগুন ৯০, লতি ৫০-৬০, শসা ৮০, বাঁধাকপি ৩০, ফুলকপি ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

চড়া বারোমাসি সবজির দামও। নগরে বারোমাসি ও গ্রীষ্মের আগাম সবজির মধ্যে ঢেঁড়স ৭০, বরবটি ৭০, কাকরল ২০০, করলা ৮০-১০০, পটল ৬০ এবং পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখনও স্বস্তি মিলছে কাঁচামরিচ, টমেটো ও আলুতে। এসব সবজির মধ্যে আলু ২০, টমেটো ১৫-২০ এবং কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে।

 

এদিকে এখনও নিয়ন্ত্রণে পেঁয়াজের বাজার। বন্দরনগরে প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকা ও প্রতিকেজি রসুন ২০০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

ঈদ ঘিরে চড়া দাম মুরগির। এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে ২২৫ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে অপরিবর্তিত রয়েছে দেশি ও সোনালি মুরগির দাম। বাজারে দেশি মুরগি ৬০০ ও সোনালি ৩৩০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

 

চড়া দাম মাংসের বাজারও। নগরে ৮৫০ থেকে ১১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে মাংস। মাছের মধ্যে তেলাপিয়া ১৭০-২২০, পাঙাস ১৫০-২০০, পোয়া ৩০০, নারকেলি ২৪০, লইট্টা ২০০, রুই ৩৮০, কাতল ৩২০, এবং পাবদা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট