মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ ও বিভিন্ন প্রসাধনীতে মেয়াদ ও মূল্য না থাকায় চট্টগ্রামের চকবাজার বালি আর্কেডের ‘কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রাজীব/এএইচ