বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। নির্বাচনী ট্রেনের লাইনগুলোসহ উপড়ে ফেলেছে। জামায়াতে ইসলামী দেশকে নির্বাচনী ট্র্যাকে ফিরিয়ে আনতে প্রচণ্ড পরিশ্রম করছে। যারা ভাঙা রাস্তায় নির্বাচনের ট্রেন চালাতে চায় তাদের উদ্যেশ্য ভালো না।
বুধবার (২৬ মার্চ) নগরীর পাঁচলাইশ থানা জামায়াত ও ছাত্রশিবিরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সোলাইমান চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য শফিউল আজিম মন্টি, জাহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহিদ আজাদ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর কাজী আব্বাস আলী, ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, ৭ নম্বর পশ্চিম ষোলশহর প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি ইসমাইল হোসেন ও পাঁচলাইশ থানা উত্তর ছাত্রশিবিরে সভাপতি মোহাম্মদ ফাহিম দক্ষিণ রিদওয়ানুল হক, পলিটেকনিক ছাত্রশিবিরে সভাপতি আল আমিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ