১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত ঘৃণিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে জাতীয় গণহত্যা দিবস স্মরণ।
অনুষ্ঠানে কথামালা, প্রদীপ প্রজ্জ্বলন ও কবিতা পাঠে অংশ নেন বোধনের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে ‘আগুনের পরশমনি ছোয়াঁও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে…’ রবি ঠাকুরের এ গানের মধ্য দিয়ে সকল বীর শহীদদের স্মরণ করা হয়। পরে বোধন আবৃত্তি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীলের সঞ্চালনায় কবিতা পাঠে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল, লিমা চৌধুরী, সাদাব ইয়াসির, প্রবাল তালুকদার, মলিনা মজুমদার, রমা দাশগুপ্তা, শ্রাবণী বড়ুয়া, ত্রয়ী দে, ইভান পাল, সুহিতা দে, শ্যামলী চৌধুরী।
এ সময় আবৃত্তি ও কথামালায় স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও শহীদদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানানো হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ