চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বহদ্দারহাটে জনতার হাতে যুবদল নেতা আটক, এক ঘণ্টা পর মুক্তি

অনলাইন ডেস্ক

২৫ মার্চ, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের সাথে যোগসাজসে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বহদ্দারহাটে জানে আলম নামে এক যুবদল নেতাকে আটকের এক ঘন্টা পর ছেড়ে দিয়েছে লোকজন। মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল চারটার দিকে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

 

আটক জানে আলম রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বলে জানা গেছে। 

 

এই বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, বিষয়টি আমাদের কাছে আসে নাই, মনে হয় এটি পাঁচলাইশ থানা এলাকার ঘটনা। পরে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

 

তবে নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ পারভেজ জানান, জানে আলম বিএনপির লোক হলেও বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের লোকজনের সাথে মিলে আমাদের মামলা দিয়ে হয়রানি করেছে। আজ বহদ্দারহাট এলাকায় পাওয়া গেলে আমাদের ছেলেরা তাকে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখে। পরে বেশ কিছু মানুষের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

পূর্বকোণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট