চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে কাপড়ের দোকানে অভিযান, ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

২৪ মার্চ, ২০২৫ | ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সিনেমা প্যালেসের নবী মার্কেট ও চকবাজারে অভিযান চালিয়ে চার মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

আজ সোমবার (২৪ মার্চ) ঈদ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, নগরীর সিনেমা প্যালেসের নবী মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভীন তানিয়া। এ সময় নানা অসঙ্গতির জন্য দুইজনকে ২টি মামলায় দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

 

এদিকে, চকবাজারে ঈদ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। অভিযান চলাকালে দুটি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

 

বাজার মনিটরিং চলাকালে বিশেষ নজরদারি জোরদার এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট