চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের সক্রিয় হতে হবে : উপ-উপাচার্য

২৪ মার্চ, ২০২৫ | ১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২ মার্চ) বিকাল ৪ টায় নগরীর রেডিসন ব্লুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সিইউসিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম শিহাব উদ্দিনের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব নাসিরুল করিম ইফাজ, আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দীপেশ বড়ুয়া। পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব চক্রবর্তী, মিথিলা চন্দা দাশ এবং রাশেদুল হক ইভন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন, দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জাতির অগ্রগতিতে অবদান রাখতে হবে।

 

বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

 

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর এসএম নসরুল কাদির মন্তব্য করেন, শিক্ষা ও কর্পোরেট সংযোগ বৃদ্ধিতে অ্যালামনাইদের ভূমিকা অপরিসীম।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিইউসিবিএ-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জহুর আহমেদ, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রাক্তন সভাপতি জিএম রেজাউল ইসলাম ভুইঞা, সাবেক সভাপতি মো. ইউসুফ, এবং কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের কার্য নির্বাহী পরিষিদের সহ-সভাপতি ইমাম হোসেন রিকু, কোষাধ্যাক্ষ মো. জাকির হোসেন, নাইমুস সালেহীন মিনার, দেলোয়ার মনির, মো. আরফান, জয়দ্বীপ, প্রবাল, সালেখা সুলতানা রুপা, মাহমুদুল ইসলাম আনিসসহ অনেকে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট