দেশের প্রধান সমুদ্রবন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ৬০ হাজার টাকার এককালীন থোক বিশেষ উৎসাহ বোনাস পাচ্ছেন। এতে খরচ হবে ৩০ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।
চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং হওয়ায় বন্দরের নিজস্ব তহবিল থেকে বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের (সাবেক সিবিএ) সাবেক সহ-সাধারণ সম্পাদক মোজাহের হোসেন চৌধুরী জানান, আমাদের দাবি ছিল ৭৫ হাজার টাকা বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার।
কর্তৃপক্ষ জনপ্রতি ৬০ হাজার টাকা অনুমোদন দিয়েছেন। এ খবর চট্টগ্রাম বন্দরে এখন উৎসবের আমেজ। সবাই খুশি। কোনো বৈষম্য নেই। এ বোনাস নতুন উদ্যমে কাজের প্রেরণা জোগাবে সবাইকে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয়ের শর্তে সব কর্মকর্তা-কর্মচারীকে এককালীন থোক ৬০ হাজার টাকা করে বিশেষ উৎসাহ বোনাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
পূর্বকোণ/পিআর