চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

৬ দফা দাবী

এবার সড়কে নামলেন মহিলা পলিটেকনিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

 

 

গতকাল রবিবার দুপুরে দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা।

 

সড়ক অবরোধ করে সমাবেশের বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, মূলত ৬ দফা দাবিতে তারা হালিশহরের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আগ্রাবাদ বাদামতল মোড়ে এসেছিল। দুপুরে ১০-১৫ মিনিটের মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে চলে গেছে সবাই। খুব বেশি সমস্যা হয়নি।

 

এদিকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে চলমান মিডটার্ম পরীক্ষা ও শ্রেণি কার্জক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্র্থীরা। আন্দোলনকারীদের মধ্যে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী জেলি আক্তার জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল রানিং ‘মিডটার্ম পরীক্ষা’ এবং সকল প্রকার ক্লাস বর্জন করা হয়েছে। বিতর্কিত নিয়োগের নন-টেক ক্রাফট হঠিয়ে আমাদের কারিগরি শিক্ষাকে বাঁচাতে হবে।

 

এর আগে গেল ২০ মার্চ নগরীর ষোলশহর এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট