নগরীর পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পসহ মোট ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সিডিএ’র এই প্রকল্প চতুর্থবার সংশোধিত হয়েছে। সর্বশেষ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
সিডিএ সূত্রে জানা যায়, প্রকল্পে প্রথম অনুমোদিত ব্যয় ছিল ৮৫৬ কোটি টাকা। বাস্তবায়নকাল ছিল ২০১১ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি প্রথমবার সংশোধন করে ব্যয় এবং মেয়াদ দুটোই বাড়ানো হয়। তখন প্রকল্পের ব্যয় দাঁড়ায় ১ হাজার ৪৯৬ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনে প্রকল্প ব্যয় বেড়ে হয় ২ হাজার ৪২৬ কোটি টাকা। তৃতীয়বার প্রকল্প ব্যয় বেড়ে হয় ২ হাজার ৬৭৫ কোটি টাকা। চতুর্থ সংশোধিত ব্যয় আরও বেড়ে হয় ৩ হাজার ৩২৪ কোটি টাকা এবং মেয়াদ বেড়ে হয় ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
জানা যায়, প্রকল্পটি করার পেছনে সিডিএ’র বেশ কিছু উদ্দেশ্য ছিল। এর মধ্যে রয়েছে সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে চট্টগ্রাম শহরের ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় বাঁধ শক্তিশালী করা। বাঁধের ওপর রাস্তা তৈরি করে বাইপাস সুবিধার মাধ্যমে শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা। কর্ণফুলী নদীর মোহনায় টানেলের সঙ্গে রাস্তার সংযোগ তৈরি করে ঢাকাগামী দক্ষিণ চট্টগ্রামের গাড়িগুলোকে বাইপাস সড়ক ব্যবহারের ব্যবস্থা করা। এছাড়া শহর ও বাঁধের মধ্যবর্তী জায়গাকে পর্যটন, আবাসন ও রপ্তানিমুখী বিভিন্ন বেসরকারি শিল্পের বিকাশে ব্যবহার করা।
জানতে চাইলে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয়েছিল। গতকাল একনেকের সভায় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন হয়েছে। প্রকল্পের ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
পূর্বকোণ/ইব