ঈদের আগে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ্ তালুকদার।
রবিবার (২৩ মার্চ) চট্টগ্রামে হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন পাঁচলাইশ থানা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শহীদুল্লাহ্ তালুকদার আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা মালিকপক্ষের নৈতিক দায়িত্ব। ঈদের পূর্বেই শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করা প্রয়োজন, যাতে তারা পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
অনুষ্ঠানে থানা সভাপতি লিটন মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবুল কালাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আমির, ৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শ্রমিক নেতা মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম, থানা সেক্রেটারি মো. জাকির হোসেন প্রমুখ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের ভূমিকার কথা তুলে ধরেন এবং শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশ নেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ