বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) সাধারণ সম্পাদক মিয়া আলতাফের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।
শনিবার (২২ মার্চ) নগরীর ষোলশহর এলাকায় এক ব্যক্তির কাছ থেকে দুই ছিনতাইকারী ভয় দেখিয়ে টাকা লুট করার সময় মিয়া আলতাফ ভিডিও চিত্র ধারণ করে। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে গেলেও ওই ভিডিও চিত্রের সূত্র ধরে শাকিল আহমদ নামের এক ছিনতাইকারীকে আজ রবিবার (২৩ মার্চ) পুলিশ গ্রেপ্তার করে। জীবনবাজি রেখে এ দুঃসাহসিক ভিডিও ও ফটোচিত্র ধারণ করায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে নগরীর লালদীঘির পাড় হোটেল সোনালী রেস্তোরাঁয় তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, হোটেল সোনালীর স্বত্বাধিকারী সায়েদ আবুল হাসনাত বাবু, সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, ইব্রাহীম মুরাদ, হেলাল সিকদার, সাইদুল আজাদ, এম হায়দার আলী, আনিসুজ্জামান দুলাল, শরীফ চৌধুরী, আকমল হোসেন, মোহাম্মদ সুমন, এম এ হান্নান কাজল, মো. হানিফ, এম ফয়সাল এলাহী, মোহাম্মদ মাসুম, আজিম অনন, জাহাঙ্গীর আলম, সুজা তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ