চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নানা অনিয়ম : ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২৩ মার্চ, ২০২৫ | ৮:৩৮ অপরাহ্ণ

নানা অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মার্চ) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও কোতোয়ালী এলাকায় অভিযানে এই জরিমানা করা হয়।

 

নগরীর পাহাড়তলী বাজারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার, রুমানা পারভীন তানিয়া ও মোহাম্মদ আলমগীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসংগতির জন্য ৫ জনকে  ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

অপরদিকে, মহানগরের কে.সি.দে রোডে ও কোতোয়ালি মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও সাদমান সহিদ। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করায় ২ জনকে মামলায় ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট