চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সিআইইউতে নারী উদ্যোক্তাদের দুই দিনব্যাপী ঈদ বাণিজ্য মেলা শুরু

বিজ্ঞপ্তি

২৩ মার্চ, ২০২৫ | ৩:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শুরু হয়েছে দুই দিনব্যাপী ঈদ বাণিজ্য মেলা। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলা শুরু হয়। এটি চলবে কাল (রবিবার) পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এর উদ্যোগে ব্র্যাক ব্যাংক তারা’র নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’ কোর্সের অংশ হিসেবে এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় রয়েছে- নারী উদ্যোক্তাদের তৈরি মানসম্পন্ন বিভিন্ন দেশি ব্রান্ডের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ও নানবিধ পোশাক ও প্রসাধনী সামগ্রীর পাশাপাশি বিউটি শপ ও খাবারের স্টল। মেলা চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট