চট্টগ্রাম নগরীর চারটি আসনে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা দিয়েছে নগর জামায়াত। আজ শনিবার (২২ মার্চ) বিকেলে সংগঠনটির এক দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেয়া হয় বলে জানান নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
জানা যায়, দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া।
এতে চট্টগ্রাম মহানগরীর চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এর মধ্যে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ডা. মুহাম্মদ আবু নাছের, চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনে বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ-পাহাড়তলী-হালিশহর) আসনে বিশিষ্ট সমাজসেবক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর শফিউল আলম।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, শফিউল আলম, ডা. মুহাম্মদ আবু নাছের, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক।
এতে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ